২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাসের হার কুমিল্লা বোর্ডে

প্রতিদিনের ডেস্ক:
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ঘোষিত ফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে আগের পাঁচ বছরের তুলনায় পাসের হার কমেছে। এ বছর পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) শিক্ষাবোর্ড মিলনায়তনে ফল ঘোষণার সময় সাংবাদিকদের এসব তথ্য জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার সূত্র মতে, ২০২০ সালে করোনাকালে শতভাগ পাস দেখিয়ে ফল প্রকাশ করা হয়। ২০২১ সালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ। ২০২২ সালে পাসের হার নেমে দাঁড়ায় ৯০ দশমিক ৭২ শতাংশে। ২০২৩ সালের পরীক্ষায় এই বোর্ডে পাসের হার লক্ষনীয় হারে কমে দাঁড়ায় ৭৫ দশমিক ৩৯ শতাংশে। এ বছর তা দাঁড়িয়েছে ৭১ দশমিক ১৫ শতাংশে। যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।তবে পাসের হার কমলেও আগের বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপি-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ শিক্ষার্থী। ২০২৩ সালে পেয়েছিলেন ৫ হাজার ৬৫৫ শিক্ষার্থী।‘পরীক্ষার মাছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। হয়েছিল বন্যা। এরপর হয়েছিল ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। যার কারণে আমাদের পরীক্ষা স্থগিত করতে হয়। যে কারণে আমাদের শিক্ষার্থীদের ওপর প্রভাব পড়েছে। তা ছাড়া ছেলে শিক্ষার্থীদের ফলে সফলতা কম আর মেয়েদের বেশি। সে ক্ষেত্রে তাদের জন্য আমাদের একটি সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে। এ জন্য প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। তাই আমরা সামনে তাদের নিয়ে আলোচনায় গুরুত্ব দেবো।’ পাসের হার কমা এবং এই বিষয়ে উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ড. নিজামুল করিম এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন– শিক্ষা বোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়