৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এইচএসসি পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষার আবেদন, ফি ১৫০

প্রতিদিনের ডেস্ক:
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যেসব পরীক্ষার্থী ফলে অসন্তুষ্ট হয়েছেন, তাঁরা ফল পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। এই আবেদন শুরু হবে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর)। আবেদন চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আজ মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮। সব বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়