প্রতিদিনের ডেস্ক॥
চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৪৮৫টি। এতে নিহত হয়েছেন ৫ হাজার ৫৯৮ জন এবং আহত হয়েছেন ৯৬০১ জন। নিহতের মধ্যে নারী ৬৭৭ জন ও শিশু ৭২৯ জন।রোববার (২০ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে জানানো হয় ২০৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ৯২৪ জন, যা মোট নিহতের ৩৪.৩৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭.২১ শতাংশ।
এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৭২টি দুর্ঘটনায় ১ হাজার ৩৬৪ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ৩১৯টি দুর্ঘটনায় ২৯৯ জন নিহত হয়েছেন।এই সময়ে ৮৩টি নৌ-দুর্ঘটনায় ১২৪ জন নিহত, ১২৫ জন আহত এবং ১৯ জন নিখোঁজ রয়েছেন। ২৪৩টি রেলপথ দুর্ঘটনায় ২২৭ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার যানবাহনভিত্তিক নিহতের চিত্র:
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী ১৯২৪ জন (৩৪.৩৬%), বাস যাত্রী ২৯৩ জন (৫.২৩%), পণ্যবাহী যানবাহনের আরোহী (ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি ইত্যাদি) ৪২০ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান:
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২১.৩৬ শতাংশ, প্রাণহানি ২৪.৩৬ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৪.৮৭ শতাংশ, প্রাণহানি ১৩.৮৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৯.১০ শতাংশ, প্রাণহানি ২০.৪৮ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১৩.২৭ শতাংশ, প্রাণহানি ১২.৬৮ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬.৪৫ শতাংশ, প্রাণহানি ৬.১০ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৫.৮১ শতাংশ, প্রাণহানি ৫.৩৪ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১০.৯৩ শতাংশ, প্রাণহানি ১০.০৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৮.১৬ শতাংশ, প্রাণহানি ৭.০৭ শতাংশ।