২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

গানে গানে শ্রেয়ার প্রতিবাদ

প্রতিদিনের ডেস্ক॥
কলকাতার আরজি-কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিয়েছিলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সেপ্টেম্বরের বদলে কনসার্টটি হয় গত ১৯শে অক্টোবর। ঘটনার দিনের প্রায় ৭০ দিন পর কলকাতায় গাইলেন শ্রেয়া। একদিকে রাজপথে অনশনে জুনিয়র চিকিৎসকেরা। বিচারের দাবিতে অটল তারা। অন্যদিকে প্রতিবাদে শামিল হয়ে কলকাতার মঞ্চে নারী নির্যাতনের বিরুদ্ধে কণ্ঠ ছাড়লেন গায়িকা। শুধু তিনিই নন, কলকাতার এই ঘটনার প্রতিবাদে শামিল হয়েছে গোটা বিশ্ব। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই গানে গানে নিজের প্রতিবাদ জানিয়েছিলেন অরিজিৎ সিং। তার গাওয়া ‘আর কবে’ গানটি ঘুরতে থাকে মানুষের মুখে মুখে। প্রতিবাদের গান হয়ে দাঁড়িয়েছে সেটি। ১৪ই সেপ্টেম্বর যখন কলকাতার অনুষ্ঠান বাতিল করেন শ্রেয়া সেই সময়ে জানান, আরজি-করের নারী চিকিৎসক হত্যার ঘটনা তাকে গভীর ভাবে প্রভাবিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, একজন নারী হিসেবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের নারীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়ে তার গাওয়া গানটি হলো- যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি/যত সন্ধ্যের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি/সব মিথ্যের আর দ্বন্দ্বের, তাই রক্তের সোঁদা গন্ধে/শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি/এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে/তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সুপ্তি/এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে/তুমি বন্ধু আজ শুনবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়