উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন) বিষয়ক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে,সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখ করা হয় প্রতি বছর দেশে প্রায় সাড়ে ১১ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী একই রোগে মৃত্যু বরণ করেন। ভবিষ্যত জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির এ বিষয়কে বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর থেকে ১০ হতে ১৪ বছর বয়সী কিশোরীদের (এইচপিভি) টিকা দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাস। এর আগে জরায়ু ক্যান্সারসহ তার নানাদিক নিয়ে উপস্থিত সদস্যদের প্রজেক্টরের মাধ্যমে ধারনা দেন সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত এসআইএমও ডাঃ রাশেদ উদ্দীন মৃধা। সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসের মিনা হাবিব, সমাজে সেবা কর্মকর্তা আরিফুজ্জামান, সহযোগী অধ্যাপক সামিউল মনির, শ্যামনগর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, উপজেলা ইমাম সমিতির মাওলানা আব্দুল খালেক, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরাণসহ ইসলামী ফাউন্ডেশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিগন।