২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে : শিমুল বিশ্বাস

প্রতিদিনের ডেস্ক॥
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে সব ধরনের নৈরাজ্য, অস্থিরতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ছাত্র-শ্রমিক-জনতা ৫ আগস্ট সফলতা এনেছে। ফ্যাসিবাদের দোসররা সেই সফলতা নস্যাৎ করতে চক্রান্ত করছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়কে সবাইকে সজাগ থাকতে হবে।
বুধবার ফার্মগেট, খামারবাড়ি এবং তেজগাঁও এলাকায় ডেঙ্গু সচেতনতায় ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির ষষ্ঠ দিন র‍্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল এই সরকার। নতুন সরকারকে বেকায়দায় ফেলতে সুযোগসন্ধানীরা একের পর এক ছক আঁকছে। তাই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ ও জনগণের স্বার্থে যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীতে ১০ দিনব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। জনগণের পাশে বিএনপি আগেও ছিল, আগামীতেও থাকবে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের সফলতা আনতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়