২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

অবশেষে স্বপ্ন পূরণ হওয়ায় যা বললেন রাফিনিয়া

প্রতিদিনের ডেস্ক॥
বায়ার্ন মিউনিখের বিপক্ষে যেন জিততেই ভুলে গিয়েছিল বার্সেলোনা। এই মৌসুমের আগে সর্বশেষ ২০১৫ সালের মে মাসে ক্যাম্প ন্যুয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ ব্যবধানে বায়ার্নকে হারিয়েছিল বার্সা। ভুলে যাওয়া সেই স্বাদ এবার ৯ বছর পর পেল বার্সা। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর স্বস্তির জয় তাদের। অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। যেখানে হ্যাটট্রিক করে নায়ক বনে গেছেন রাফিনিয়া। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, জার্মান ক্লাবটির কাছে নিকট অতীতের হারগুলো বিবেচনায় এই জয় বার্সার সমর্থকদের জন্য ‘প্রতিশোধ’। তিনি বলেন, ‘এটা ভক্তদের কাছে প্রতিশোধ। আমরা খেলোয়াড়েরা অতীতে তাকাই না, লক্ষ্য থাকে পরের ম্যাচে। কিন্তু ভক্ত হিসেবে আমিও সেসব (হারের) ম্যাচে ভুগেছি।’ নিজের পারফরম্যান্স নিয়ে রাফিনিয়া বলেছেন, ‘ক্লাবের হয়ে শততম ম্যাচে হ্যাটট্রিক করায় রাতটা অসাধারণ ও বিশেষ। দলের পারফরম্যান্স ও আমি যেভাবে খেলেছি, সেটা নিয়ে সন্তুষ্ট। ম্যাচের আগে বলেছিলাম, এটা হতে পারে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সবাই হয়তো এই কথা মানবে না, তবে ব্যাপারটা এমন কিছুই ছিল। তাই ভক্তদের সামনে এভাবে জিততে পারাটা বিশেষ কিছু এবং আমি খুব খুশি।’ ম্যাচসেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার আমি আমার সন্তানকে দেব। তার জন্য এটা হবে আরেকটি ট্রফি; যদিও ম্যাচের বল তার বেশি পছন্দ। কিন্তু এই ট্রফিটি বুঝিয়ে দেয়, চ্যাম্পিয়নস লিগে আমি কী করতে পারি। (বার্সায়) সই করার পর থেকেই এমন রাতের স্বপ্ন দেখেছি—গোল করব এবং এই ম্যাচগুলো খেলে পার্থক্য গড়ে দেব।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়