নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর এলাকা হতে ৬২ কেজি গাঁজা সহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ও ৪৯ বিজিবি’র যৌথ আভিযানিক দল। শুক্রবার ২৫ অক্টোবর সকাল ৭টার দিকে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মো. সাগর হোসেনর বসতবাড়ি থেকে র্যাব ও বিজিবির যৌথ বাহিনীর অভিযানে ৬২ কেজি গাঁজা সহ ৩ জন আসামিকে আটক করা হয় ৷ জব্দকৃত গাজার মূল্য ১২লাখ ৪০ হাজার টাকা।
আটক আসামিরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর পূর্বপাড়ার মোঃ জাকির হোসেসনর পুত্র মোঃ সাগর হোসেন, দূর্গাপুর উত্তরপাড়ার মোঃ আব্দুল মোমিনের পুত্র মোঃ ইমরান হোসেন এবং ধান্যখোলার মোঃ আবু বক্করের পুত্র মোঃ জসিম উদ্দিন। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ধান্যখোলা বিওপি এবং র্যাব-৬ এর যশোর ক্যাম্পের টহলদল বাহাদুরপুর গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক, ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এবং বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্রের নেতৃত্বে এলাকার সাগরের বাড়ি তল্লাশিকালে ঘরের মধ্যে থেকে ভারতীয় ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়। যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লাইট.লে. মো. রাসেল এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বাহাদুরপুর এলাকাটি সীমান্ত এলাকা হওয়াই বিজিবি ও র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করেন। আটককৃত গাঁজাসহ আসামীদেরকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।