২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির ৩ দিনের রিমান্ডে

প্রতিদিনের ডেস্ক॥
রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ইলেকট্রিশিয়ান শামিম হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে একই দিন সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) তালেবুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শামিম হাওলাদার পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে আহতাবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিমের মৃত্যু হয়। এ ঘটনায় তার ফুফাতো ভাই মোহাম্মদপুর থানায় এ হত্যা মামলা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়