২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

২০০৬’এর ২৮ অক্টোবর আমাদের জন্য কালো অধ্যায়

প্রতিদিনের ডেস্ক॥
২০০৬ সালের ২৮ অক্টোবর আমাদের জন্য কালো অধ্যায় ছিল বলে মন্তব্য করেছেন মাদারীপুরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের কর্মীরা লগি-বৈঠা দিয়ে নৃশংসভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যার রক্তাক্ত দিন উপলক্ষে মাদারীপুরে এক আলোচনা সভায় বক্তারা এই মন্তব্য করেন।
তাঁরা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আমাদের জন্য কালো অধ্যায় ছিল। তবে সেখান থেকে আমাদের পথচলা আরো গতিময় হয়েছে। আজ দেশ থেকে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমাদের দেশের জনগণের জয় হয়েছে। আমরা অত্যাচারী স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছি। তাই দেশকে সুন্দর ও সুখের আবাসস্থল করে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। আজ শুক্রবার (২৫ অক্টোবর) মাদারীপুর পৌরসভা শাখার আয়োজনে মাদারীপুর শিল্পকলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ফরিদপুর অঞ্চল টিমের সদস্য এডভোকেট আজমল হোসাইন। মাদারীপুর পৌরসভার আমীর মো. আলমগীর হোসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আমীর মাওলানা আব্দুস ছোবাহান খান, জেলা সেক্রেটারি মো. মোখলেছুর রহমানসহ জেলা উপজেলা জামায়াতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়