নিজস্ব প্রতিবেদক॥
যশোর সদরের ভেকুটিয়ায় চাঞ্চল্যকর সাগর হোসেন (হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম (৪৬) র্যাবের জালে গ্রেফতার হয়েছে। তরিকুল একই এলাকার চাঁদপুরপুর উত্তারপাড়ার উজির আলীর ছেলে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকষ দল অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেফতার করেন। এরআগে গত ৭ অক্টোর প্রকাশ্য দিবালোকে বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে আসামি তরিকুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাগরকে গাছে বেঁধে হাতুড়ি পেটা করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু মাথাসহ সারা শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন চিকিৎসকরা। তাকে একটি অ্যাম্বুলেন্স করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। তবে পথেই মৃত্যুরকোলে ঢলে পড়ে সাগর। সাগর পেশায় বালু ব্যবসায়ী ছিলেন। তবে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায় পুলিশ সূত্রে। কিন্তু প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয় কায়দায় হাতুড়িপেটা করে করে হত্যাকাণ্ডটি জনমনে আতঙ্কের সৃষ্টি করে। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় জড়িতদের গ্রেফতারে র্যাব কাজ করছিল। অবশেষে মামলাটির প্রধান আসামি সাগরকে গ্রেফতার করা হলো। র্যাব-৬, সিপিসি-৩, যশোরের ফ্লাঃ লেঃ মোঃ রাসেল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তরিকুল ইসলামকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করার তথ্য জানানো হয়েছে।