২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

৮ বছরে বর্ণ আইটি

সংবাদ বিজ্ঞপ্তি
যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে বর্ণ আইটির ৮ম বর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নানান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যেছিল আলোচনা সভা, সনদপত্র বিতরণ, কেক কাটা, কর্মীদের মধ্যে ক্রেস্ট বিতরণ। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান কাজী মাহদী মাহমুদ, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ জালাল।
সভাপতিত্ব করেন বর্ণ আইটির এডভাইজার সিনিয়র সাংবাদিক ও কবি, গবেষক ডক্টর মহিউদ্দিন মোহাম্মদ। এতে আরো বক্তৃতা করেন লিংক থ্রি যশোর অফিসের সহাকারী ম্যানেজার এন্ড অফিস ইনচার্জ হাবিবুর রহমান, নেটওয়াকিং ব্যাচের প্রশিক্ষণার্থী ইয়াছিন আরাফাত, আজরিন করিম, দর্শন বিশ^াস বর্ণ প্রমুখ।
স্বাগত বক্তৃতা করেন বর্ণ আইটির সিইও প্রিয়াংকা রানী সুর। পরে আট বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। একই সাথে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ট্রেড্রে সনদপত্র বিতরণ ও কর্মকর্তাদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। বর্ণ আইটির সিইও প্রিয়াংকা রানী সুর বলেন, শুরুটা ছিল ২০১৬। চিন্তা ছিল আইটিতে কিছু একটা করতে হবে। তেমন কোন দক্ষতা ছিল না। সুযোগ পেয়ে একটি কোর্স করি ডিজিটাল মার্কেটিং এর উপর। প্রথমে অফিসের কাজ শুরু হয় ২০১৬ সালের শেষের দিকে যশোর-নড়াইল রোডের ছাতিয়ানতলা বাজারে। এরপর ২০১৭ সালের শেষের দিকে যশোরের সফটওয়্যার পার্কে অফিস নেয়া হয়। নতুন ভাবে যাত্রা শুরু হয় আইটির। এরপর থেকে আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও সফটওয়্যার উপর নানান ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়