৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

এবার হোয়াটসঅ্যাপেও সংরক্ষণ করা যাবে ফোন নম্বর

প্রতিদিনের ডেস্ক:
ফোনে নির্দিষ্ট ব্যক্তির নম্বর সংরক্ষণ করা না থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায় না। এ কারণে ফোন হারিয়ে গেলে বেশ বিপাকে পড়তে হয়। এ সমস্যা সমাধানে ফোনের পাশাপাশি নিজেদের অ্যাকাউন্টে ফোন নম্বর সংরক্ষণের সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে সরাসরি হোয়াটসঅ্যাপেই ফোন নম্বর সংরক্ষণ করা যাবে। ফলে ফোনে নম্বর সংরক্ষণ করা না থাকলেও হোয়াটসঅ্যাপে থাকা নম্বর ব্যবহার করে সরাসরি কল করার পাশাপাশি বার্তা পাঠানো যাবে। এর ফলে অন্য কেউ ফোন ব্যবহার করলেও হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করা নম্বর ফোনের কন্টাক্ট লিস্টে দেখতে পারবেন না। সরাসরি ফোন নম্বর যুক্ত করার পাশাপাশি বর্তমানের মতো ফোনে থাকা নম্বরও ব্যবহার করা যাবে। চাইলে হোয়াটসঅ্যাপ ওয়েব ও উইন্ডোজ অ্যাপের মাধ্যমেও ফোন নম্বর যোগ করার সুযোগ মিলবে। এর ফলে ফোন হারিয়ে গেলে বা পরিবর্তন করলে হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করা ফোন নম্বরগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যাবে। এই সুবিধা খুব শীঘ্রই উপভোগ করা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়