রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্ষন্ত জেলা শিল্পকলা একাডেমির হল রুমে বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্টিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। দীর্ঘ দিন পর গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে পেরে দলীয় নেতা-কর্মীরা দারুন উজ্জীবিত। সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদ পদে শেখ মোজাহিদুর রহমান পলাশ ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ৭৮১জন ভোটারে মধ্যে ৭৫৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকালে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে ফলাফল ঘোষনা করেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।