১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

প্রশ্নের জবাব দিতে রয়টার্সের কনটেন্ট ব্যবহার করবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রতিদিনের ডেস্ক॥
সংবাদ ও চলতি ঘটনাবলি সম্পর্কে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে রয়টার্সের কনটেন্ট ব্যবহার করবে মেটার এআই চ্যাটবট।সংবাদ ও চলতি ঘটনাবলি সম্পর্কে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে রয়টার্সের কনটেন্ট ব্যবহার করবে মেটার এআই চ্যাটবট। সম্প্রতি স্বাক্ষরিত অংশীদারত্ব চুক্তির আওতায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটির কনটেন্ট ব্যবহার করতে যাচ্ছে মেটা। গত শুক্রবার এ তথ্য জানিয়েছে বৃহৎ টেক কোম্পানিটি। খবর রয়টার্স।
মেটা কয়েক বছরের মধ্যে প্রথম কোনো সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। তবে মেটা কিংবা রয়টার্সের মূল সংস্থা থমসন রয়টার্স কেউই এ অংশীদারত্বের আর্থিক বিষয়াদি প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের প্লাটফর্মে সংবাদবিষয়ক কনটেন্ট কমিয়ে আনছে। কারণ ভুয়া তথ্য ছড়ানো এবং আয় ভাগাভাগি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।মেটার চ্যাটবট ‘মেটা এআই’ বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মগুলোয় ব্যবহার করা যাচ্ছে। তবে প্রতিষ্ঠানটি রয়টার্সের কনটেন্ট তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষণে ব্যবহার করবে কিনা তা প্রকাশ করেনি।
রয়টার্সের এক মুখপাত্র বলেন, ‘আমাদের বিশ্বাসযোগ্য সংবাদ কনটেন্টগুলো এআই প্লাটফর্মগুলোকে আরো শক্তিশালী করতে ব্যবহার করা হচ্ছে। সংগত কারণে চুক্তির শর্তাবলি গোপন রাখা রয়েছে।’চুক্তির বিষয়ে অ্যাক্সিওস প্রথম খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটি জানায়, একাধিক বছরের এ চুক্তির আওতায় রয়টার্স উপযুক্ত প্রাপ্য পাবে।
মেটার মুখপাত্র জেমি রেডিস বলছেন, ‘মেটা সবসময় তাদের পণ্য উন্নত করার চেষ্টা করছে। রয়টার্সের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে মেটা এআই এখন ব্যবহারকারীদের বর্তমান ঘটনাগুলোর প্রশ্নের উত্তর দেয়ার সময় সংবাদ প্রতিবেদনের সারসংক্ষেপ ও লিংকও দিতে পারে। যদিও অনেক মানুষ মেটা এআইকে সৃজনশীল কাজ বা নতুন বিষয় শিখতে ব্যবহার করে, তাই সংবাদ খোঁজার জন্য তাদের আরো সহায়ক করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।’রয়টার্সের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে মেটা এআই এখন সংবাদ সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে রয়টার্সের কনটেন্টের সারসংক্ষেপ ও লিংক প্রদান করতে পারবে বলে মেটার মুখপাত্র জানিয়েছেন।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং জেফ বেজোসের স্টার্টআপ পারপ্লেক্সিটির মতো অন্যান্য কোম্পানিও সংবাদ সংস্থাগুলোর সঙ্গে এআই সহযোগিতার চুক্তি করেছে। তারা ওপেনএআইকে তাদের কনটেন্ট ব্যবহারের অনুমতি দিয়েছে। রয়টার্স এরই মধ্যেই মেটার সঙ্গে ২০২০ সাল থেকে ফ্যাক্ট চেকিং বিষয়ে অংশীদারত্ব চুক্তিতে আছে।
দি আটলান্টিক ম্যাগাজিনের সিইও নিকোলাস থম্পসন বলেছেন যে এআই দ্রুত এগিয়ে আসছে, তাই তারা আসন্ন পরিবর্তনে অংশ নিতে চায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়