মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সহ-সভাপতি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুবিনুল ইসলাম হৃদয়, রেহান হোসেন ও মীর রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে সাবেক সংসদ সদস্যের নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারন শিক্ষার্থীদের উপর হামলা করে। স্বৈরাচার সরকারের সংসদ সদস্য কি করে বাফুফের নেতা হয় তা তাদের বোধগম্য নয়। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বাফুফে থেকে দ্রুত দ্রুত পদত্যাগের দাবি জানান।