নিজস্ব প্রতিবেদক॥
যশোর-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই সড়কের চুড়ামনকাঠি বাজারের পাশে এদূঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র উপজেলার গোবিলা গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। নিহতের চাচা নাজীম উদ্দিন বলেন, মটর সাইকেল যোগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে যশোর ঝিনাইদহ সড়কের চুড়ামনকাঠি বাজারের কাছে দুই মটর সাইকেল পাশাপাশি সংঘর্ষে রাস্তার পাশে সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ইয়াছিন নামে আরো এক কলেজ ছাত্র আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বারোবাজার হায়ওয়ে থানার উপ-পরিদর্শক আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে, আইনানুক ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।