১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

লোহাগড়ার আফসানা হত্যা মামলায় স্বামী বাহারুল পিবিআই-এর হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক॥
নড়াইলের লোহাগড়া উপজেলার চাঞ্চল্যকর আফসানা হত্যা মামলার প্রধান আসামি স্বামী বাহারুলকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা। শনিবার মধ্যরাতে বাঘারপাড়ার আন্দোলবাড়িয়া গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটক বাহারুল মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার দেবী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। পিবিআই জানায়, গত ৫ সেপ্টেম্বর বাহারুলের নিজ বাড়ি থেকে বাহারুলের স্ত্রী গুলটিয়া গ্রামের কুবাদ মোল্লার মেয়ে আফসানার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়। কিন্তু পরবর্তিতে ময়নাতদন্তে উঠে আসে আফসানাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নজরে আসে পিবিআই যশোরের। পরবর্তিতে বাহারুল আত্মগোপনে চলে যান। পিবিআই যশোরের সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বাহারুলের অবস্থান নিশ্চিত করে এসআই রিপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বাহারুল মোল্লাকে আটক করে। পরে তাকে নড়াইলের আদালতে সোপর্দ করা হলে বাহারুল স্ত্রীকে হত্যার বিষয়টি স্বিকার করে আদালতে জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়