প্রতিদিনের ডেস্ক॥
এশিয়ার সবচেয়ে বড় লোক সংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর ষষ্ঠ আসর ফিরছে দীর্ঘ পাঁচ বছর পর। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোক সংগীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শক। ষষ্ঠ আসরের জন্য আর্মি স্টেডিয়ামে আয়োজনের অনুমতি মিলেছে এরই মধ্যে। আগামী বছরের ২৩ থেকে ২৫শে জানুয়ারি আসর বসছে বলে নিশ্চিত করেছে নাম প্রকাশ না করার শর্তে সান কমিউনিকেশনের এক কর্মকর্তা। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেনও এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে এবারের আসরের বিস্তারিত জানিয়ে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।