২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইন্টেল-এএমডিকে পেছনে ফেলতে এনভিডিয়াসহ ৪ কোম্পানির জোট

প্রতিদিনের ডেস্ক॥
লাইসেন্স ফি ছাড়াই যে কাউকে কম্পিউটার প্রসেসর ডিজাইন ও বাস্তবায়ন করতে রিস্ক-ফাইভ নামে একটি ওপেন স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার (আইএসএ) তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়।লাইসেন্স ফি ছাড়াই যে কাউকে কম্পিউটার প্রসেসর ডিজাইন ও বাস্তবায়ন করতে রিস্ক-ফাইভ নামে একটি ওপেন স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার (আইএসএ) তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। এটি পঞ্চম প্রজন্মের প্রসেসর, যা রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার (রিস্ক) ধারণার ওপর ভিত্তি করে তৈরি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অনুষ্ঠিত হয় রিস্ক-ফাইভ শীর্ষ সম্মেলন, যেখানে অংশ নেয় এনভিডিয়া, কোয়ালকম, গুগল ও স্যামসাংয়ের মতো বড় কোম্পানিগুলো। সিপিইউ আর্কিটেকচারে ইন্টেল-এএমডির মতো কোম্পানিকে পেছনে ফেলতে এনভিডিয়াসহ চার কোম্পানি জোটবদ্ধ হয় এ সম্মেলনে।৷খবর ফার্স্টপোস্ট।
যৌথ উদ্যোগটি ওপেন সোর্স কম্পিউটিংয়ের দিকে একটি পরিবর্তন হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা, যা রিস্ক-ফাইভকে আর্ম ও এক্স৮৬-এর মতো প্রতিষ্ঠিত আর্কিটেকচারের একটি কার্যকর বিকল্প হিসেবে তুলে ধরে। তারা বলছেন, রিস্ক-ফাইভ সহজ ও কার্যকরভাবে ডিজাইন করা হয়েছে এবং এটি কম জটিল নির্দেশনা ব্যবহার করে, যা চিপ তৈরি করা দ্রুত ও সহজ করে।
বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া প্রায় ১০ বছর ধরে তার জিপিইউ মাইক্রোকন্ট্রোলারে রিস্ক-ফাইভ ব্যবহার করছে, তবে তারা বিষয়টি তেমন প্রচার করেনি। জিপিইউ মাইক্রোকন্ট্রোলার হলো ছোট কম্পিউটিং ইউনিট, যা গ্র্যাফিকস প্রসেসিং ইউনিট (জিপিউ) ও মাইক্রোকন্ট্রোলারের কার্যকারিতা একত্র করে। সম্মেলনে ‘একটি আর্কিটেকচার, অনেক অ্যাপ্লিকেশন ও বিলিয়ন প্রসেস’ শিরোনামে একটি উপস্থাপনায় এনভিডিয়া দেখিয়েছে, কীভাবে রিস্ক-ফাইভ তাদের পণ্যের ডিজাইনকে পরিবর্তন করেছে। তারা রিস্ক-ফাইভের নমনীয়তা নিয়ে কথা বলেছে, যা দেখায় যে এ ওপেন স্ট্যান্ডার্ড শক্তিশালী জিপিইউ তৈরি করতে ও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করে।
এদিকে কোয়ালকম রিস্ক-ফাইভের প্রতি তাদের প্রতিশ্রুতি আরো শক্তিশালী করেছে ও সামিটে রিস্ক-ফাইভের ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার উন্নত করার নতুন ধারণা সম্পর্কে জানায়। তারা এনভিডিয়া ও অন্য প্রযুক্তিবিদদের সঙ্গে একটি প্যানেল আলোচনায়ও অংশগ্রহণ করে, যেখানে এআই উন্নয়ন ও নিরাপদ কম্পিউটিংয়ের মধ্যে সম্পর্ক নিয়ে আলাপ করা হয়। এছাড়া স্যামসাং দেখিয়েছে, কীভাবে রিস্ক-ফাইভ সিপিইউ তাদের এম্বেডেড সিস্টেমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারা চিপের কর্মক্ষমতা বাড়ানোর জন্য তাদের প্রচেষ্টার কথা শেয়ার করে ও দেখায়, কীভাবে স্যামসাং ফাউন্ড্রি ক্লায়েন্টদের রিস্ক-ফাইভ প্রযুক্তির ব্যবহার উন্নত করতে সহায়তা করছে।
অ্যালফাবেট ইনকরপোরেটেডের সহযোগী প্রতিষ্ঠান গুগল ডিপমাইন্ডও রিস্ক-ফাইভভিত্তিক এআই অ্যাক্সেলারেটর নিয়ে তাদের কাজের কথা উল্লেখ করে। প্রতিনিধিরা এ ওপেন সোর্স আর্কিটেকচার ব্যবহার করে টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) তৈরির সময় সফলতা ও চ্যালেঞ্জের কথাও জানান। কীভাবে রিস্ক-ফাইভ এআই হার্ডওয়্যারের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে, সে বিষয়ে জোর দেন তারা।
প্রযুক্তিবিদরা বলছেন, যদিও রিস্ক-ফাইভ চিপগুলো সাধারণ পিসি ও সার্ভারে ব্যাপকভাবে ব্যবহৃত হতে কিছু সময় লাগতে পারে, তবে এগুলো এরই মধ্যে এআই ও অটোমোটিভ শিল্পে নজর কাড়ছে। সামিটের বক্তারা আলোচনা করেছেন, কীভাবে রিস্ক-ফাইভ ভবিষ্যতের জেনারেটিভ এআই ও কম্পিউটিংকে পরিবর্তন করতে পারে। যেহেতু অনেক কোম্পানি রিস্ক-ফাইভ গ্রহণ করছে, ফলে এটি ভবিষ্যৎ প্রযুক্তিগত উদ্ভাবনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।
প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছে, যদিও ইন্টেল ও এএমডি এখনো প্রচলিত সিপিইউ বাজারে নেতৃত্ব দিচ্ছে, রিস্ক-ফাইভের উন্মুক্ত ও নমনীয় ডিজাইন ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলো যত বেশি এটি গ্রহণ করবে, আগামী কয়েক বছরে কম্পিউটিং ক্ষেত্র তত উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়