১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চৌগাছার কৃষক মাসুমকে কুপিয়ে হত্যাচেষ্টা : ৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
চৌগাছার বাদে খানপুর গ্রামের কৃষক মাসুমকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার কৃষক মাসুমের ভাই মতিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রোকনুজ্জামান রোকন। আসামিরা হলো, বাদে খানপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ আলী, আবুল হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম, আইনুদ্দীনের ছেলে জিয়াউর রহমান ও ইদ্রিস আলীর আলমগীর হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, মাসুম পরের ক্ষেতে কাজ করে জীবীকার নির্বাহ করেন। ১৬ অক্টোবর সকালে মাসুম একই গ্রামের তুষার ও রোকেয়ার জমিতে ক্রিষান হিসেবে কাজ করছিল। পূর্ব শত্রুতার জের ধরে আসমিরা সকালে মাসুমকে মাঠে পেয়ে মারপিট ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। চিৎকারে স্বজনসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসমিরা চলে যায়। গুরুতর আহত মাসুমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়