২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দেবহাটায় বিশ্ব হাত ধোয়া দিবস যথাযথভাবে পালিত

রুহুল আমিন দেবহাটা
দেবহাটা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস যথাযথভাবে পালিত হয়েছে। মঙ্গলবার ২৯ অক্টোবর সকাল ১১টায় শুরুতে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাত ধোয়ার বিষয়ে সকলকে অবগত করানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা উজ্জ্বল পাল, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস ও সহকারী শিক্ষক প্রশান্ত কুমার প্রমুখ। সভায় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়