১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ আওয়ামীলীগ ঘরোনার আরও দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক॥
যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ ঘরোনার আরও দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।  আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রেজাউল ইসলাম ও পাগলাদাহ গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মিরাজ হোসেন। সোমবার মধ্যরাতে আসামিদের নিজনিজ বাড়িতে অভিযান চালিয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান তাদেরকে আটক করে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এরআগে রোববার এ ঘটনার সাথে জরিত আরও চারজন ও সোমবার আরও পাঁচজনকে এ মামলায় আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক নাহিয়ান বলেন, তদন্তে উঠে এসেছে এ মামলার এজাহারভুক্ত আসামিদের সাথে আটককৃতদের গভীর সখ্যতা রয়েছে। এছাড়া আওয়ামীলীগের সরকারের আমলে তারা নানা ধরণের অপকর্মে লিপ্ত ছিলেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়