১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে শিক্ষকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
যশোরের হামিদপুর গ্রামের দক্ষিণপাড়ায় বাবুল হোসেন দেওয়ান বাবুর বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় বাড়ির কিছু পুরাতন কাপড় ও ল্যাপটপ পুড়ে গেছে। বোমা বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে মদের বোতলে ভরে এই পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। যশোর সরকারি মহিলা কলেজে আইটি শিক্ষক হিসেবে চাকরি করেন বাবুল হোসেন। এ বিষয়ে তারা গণমাধ্যমের সামনে কোন কথা বলতে চাননি। তবে কারা কি কারণে এ বোমা হামলা চালিয়েছে, সেটা স্পষ্ট নয় বলে গ্রামবাসী জানিয়েছে। এ ঘটনার পর যশোর কোতোয়ালি থানা ও চাঁদপাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই আল মামুন জানিয়েছেন, দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির জন্য ওই বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করতে পারে। তবে এতে কেউ আহত হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়