শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা থেকে খুলনা রুটে সরাসরি পরিবহন গাড়ি না থাকায় শরণখোলা মোরেলগঞ্জ সহ অত্র এলাকার মানুষ প্রতিনিয়ত জনদুর্ভোগে পড়ছে। শরণখোলা খুলনা রুটে প্রতিদিন অনেক যাত্রী যাতায়াত করে। শরণখোলা থেকে খুলনার দূরত্ব ৮০ কি.মি । শরণখোলা খুলনায় রুটে রোগী চাকুরীজীবী ব্যবসায়ী সহ শিক্ষার্থীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়। কারণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়া সত্বেও খুলনা টু শরণখোলায় সরাসরি পরিবহন গাড়ি না থাকায় শরণখোলা থেকে খুলনাতে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট সহ চিকিৎসা সেবার নাজুক অবস্থা থাকায় প্রতিদিনই অনেক মানুষ শরণখোলা মোরেলগঞ্জ থেকে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার জন্য ভেঙে ভেঙে তিনটি গাড়ি পরিবর্তন করে খুলনায় যাতায়াত করতে হয়। এছাড়াও যারা চাকরি করেন খুলনা থেকে শরণখোলায় আবার শরণখোলা থেকে খুলনায় যাতায়াত করেন সেই সকল চাকরিজীবীরা তাদের জন্য ব্যাপক সমস্যা ভোগ করতে হয়। এছাড়াও ব্যবসা-বাণিজ্য ব্যাপক ক্ষতি হয়। এতে করে শরণখোলা মোরেলগঞ্জের জিডিপির পরিমাণ নিম্নমুখী হয়। কিন্তু এর আগে শরণখোলা থেকে খুলনা রুটে সরাসরি পরিবহন গাড়ি চলেছে। খুলনা থেকে শরণখোলা রুটে সকাল বিকাল নিউহানিফ,পদ্মা,ইমা,শরণখোলা এক্সপ্রেস নামে অনেকগুলো পরিবহন চলেছে। কিন্তু ৫ আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় পর শরণখোলা খুলনা রুটে সকালে ও বিকালে একটি করে বিআরটিসির পরিবহন গাড়ি চললেও তা যাত্রীদের জন্য যথেষ্ট না। তাই শরণখোলা মোরেলগঞ্জের মানুষ যাতায়াতের ক্ষেত্রে কোন ধরনের জনদুর্ভোগে না পড়ে তার জন্য খুলনা থেকে শরণখোলা রুটে পরিবহন গাড়ি চলার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য মোঃ তালুকদার মধু শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল আহসান শিমুল গাজী মহিলা দলের সভাপতি মিসেস সাগর আক্তার মহিলা দলের সাধারন সম্পাদক ইভা জামান কৃষক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার সাবেক আহবায়ক কমিটির আহবায় ফজলুল হক তালুকদার শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত। সদস্য সচিব আনোয়ার হোসাইন পঞ্চায়েত বলেন শরণখোলা মোরেলগঞ্জ উপজেলা বাসি দীর্ঘদিন ধরে খুলনা থেকে শরণখোলা রুটে গাড়ি চলাচল না করায় জনদুর্ভোগ চরম উঠেছে। শরণখোলা থেকে খুলনা রুটে যদি সরাসরি গাড়ি না চলে তাহলে জনগণ অন্যান্য যে পরিবহন গাড়ি বন্ধ করে দেবে।