উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে,৩০ অক্টোবর(বুধবার)বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে,অনুষ্ঠিত সভায় পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের প্রতিনিধিসহ সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মাসিক আইন শৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে সকলে সন্তোষ প্রকাশ করেন। তবে সভায় মাদকের বিস্তৃতি রোধ, সীমান্তের চোরাচালান ছাড়াও অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা সভায় আসন্ন পর্যটন মৌসুমে পর্যটকদের নির্বিঘ্নে সুন্দরবনে যাতায়াতসহ ট্রলারের নায্য ভাড়া নিশ্চিতকরণের পাশাপাশি নৌ-পুলিশের তদারকি বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পায়। একইভাবে যেকোন অস্বাভাবিক মৃত্যুর পর মৃতদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্টদের সহযোগীতামুলক আচারণের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের বিশেষ ভুমিকা রাখারও আহবান জানান, শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান। সভায় জানানো হয় সেপ্টেম্বর মাসে একটি মানব পাচার ও চারটি অস্বাভাবিক মৃত্যু ও ৭টি নারী নির্যাতন মিলিয়ে ২৩টি মামলা হলেও অক্টোবর মাসে মামলা হয়েছে ২৯টি। যার মধ্যে একটি মানব পাচারের পাশাপাশি নারী নির্যাতনের মামলা তিনটি বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।আইন শৃঙ্খলা সভায় কৈখালী সীমান্ত এলাকায় চোরাচালানের বিষয়টি উত্থাপনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজিবি ও কোস্টগার্ডসহ নৌ-পুলিশের প্রতি আরও বেশী তৎপরতা দেখানোর পরামর্শ দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার. প্রেস ক্লাব সভাপতি প্রভাষক সামিউল মনির,গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুরের চেয়ারম্যান আমজাদুল ইসলাম,আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন,জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার,কেন্দ্রীয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়াজেরুল ইসলাম প্রমুখ। আইন শৃঙ্খলা সভার শেষ পর্যায়ে সুষ্ঠুভাবে এবারের শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন করায় আড়পাঙ্গাশিয়া সার্বজনীন রাস মন্দির,হরিনগর বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ তিনটি মন্দিরের কমিটিকে পুরস্কৃত করা হয়।