প্রতিদিনের ডেস্ক॥
কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে বলিউডের অনেক তারকাই মুখ খুলেছেন। তবে চুপ ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। তবে সোমবার ‘ভুলভুলাইয়া ৩’ ছবির প্রচারে কলকাতায় গিয়ে মুখ খুললেন তিনি। হতাশার সুরে তিনি বলেন, আমি সত্যিই খুব হতবাক হয়েছি। কলকাতা এমন এক শহর, এই পশ্চিমবঙ্গ এমন এক জায়গা, যেখানে শুধুমাত্র দেখানোর জন্যই নারীদের সম্মান করা হয় না। এখানকার মানুষ সত্যিই নারীদের সম্মান করে। দীর্ঘদিন আমার কলকাতায় আসা-যাওয়া, যতবার এসেছি, ভালোবাসাই পেয়েছি। এটা মায়ের শহর, এ শহরে এমন ঘটনার কথা শুনে আমি চমকে উঠেছিলাম। আমার কাছে এ ঘটনা খুব বড় ধাক্কা। কতোটা আঘাত পেয়েছি তা বোঝাতে পারবো না। আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’। প্রায় ১৭ বছর পর ফের ‘মঞ্জুলিকা’র চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। সোমবার সেই ছবির প্রচারে কলকাতা শহরে পা রাখেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন ছবির নায়ক কার্তিক কালো পোশাকে সেজে উঠেছিলেন বিদ্যা ও কার্তিক। এদিন সাংবাদিকদের সঙ্গে বাংলাতেই কথা বললেন বিদ্যা। পাশে বসা কার্তিককেও শেখালেন বাংলা।