প্রতিদিনের ডেস্ক॥
আগেই খুনের হুমকি পেয়েছিলেন সালমান খান। শুধু তিনিই না, নিহত এনসিপি নেতা বাবা সিদ্দিকীর ছেলে জিশানকেও একই হুমকি পাঠানো হয়েছে। এবার ফের হত্যার হুমকি পেলেন বলিউড ভাইজান। মুম্বই ট্রাফিক পুলিশের কাছে এসেছে সেই বার্তা। সেখানে দাবি করা হয়, সালমান যদি দু’কোটি টাকা না দেন, তবে তাকে হত্যা করা হবে। কে এমন হুমকিবার্তা পাঠালেন, তা তদন্ত করছে মুম্বই পুলিশ।