সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে দুবৃত্তের হামলার শিকার হয়ে যখম অবস্থায় চিকিৎসাধীন আছেন সেনা সদস্য (অবঃ) আলমগীর কবীর (৫৩)। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মরহুম কামল উদ্দিন তরফদারের ছেলে। তার শর্য্যা পাশে খোঁজ খবর নিলেন সদ্য ঘোষিত পিপি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আলমগীর কবীর। থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, ঘের ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর কবীরের মৎস্য ঘের এবং ফসলের মাঠে একই গ্রামের মরহুম পানা উল্লাহ মোড়লের ছেলে রবিউল ইসলামের গবাদিপশু প্রায়ই ক্ষয়ক্ষতি করে আসছে। এনিয়ে উভয়ের মাঝেমধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে গত ২৭ অক্টোবর-২৪ তারিখে বিকাল সাড়ে ৫টায় অতর্কিত ভাবে হামলা চালায় রবিউল ইসলাম ও তার সহযোগী আল আমিন পলাশ, আরিফ হোসেন এবং নজরুল ইসলাম সহ ৩/৪ জন। এঘটনায় আলমগীর হোসেনকে মারাত্মক ভাবে যখম এবং মাথা ফাটিয়ে রক্ত ঝরানো হয়। বর্তমানে তিনি কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল বিকেলে তার শর্য্যাপাশে শারিরীক খোজ খবর নেন সাতক্ষীরা জেলা জজ ও দায়রা জজ আদালতের সদ্য মনোনীত পিপি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তারসহ নেতৃবৃন্দ।