প্রতিদিনের ডেস্ক॥
ক্রিকেটে একটি কথা প্রচলিত আছে, হোম কন্ডিশনে সব দলই বাড়তি সুবিধা পেয়ে থাকে। সেটা হয়ে থাকে নিজেদের সুবিধা অনুযায়ী পিচ তৈরির মাধ্যমে। কিন্তু ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার বললেন ভিন্ন কথা। ম্যাচ জেতার জন্য নিজেদের সুবিধা অনুযায়ী পিচ তৈরি করে না ভারত। বরং খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করা ও সেরাটা বের করে আনার জন্যই পুণেতে স্পিন-সহায়ক পিচ তৈরি করেছে স্বাগতিকরা, এমনটাই বলেছেন অভিষেক। শুক্রবার হোয়াইটওয়াশ এড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে ভারত। এই ম্যাচের আগে গতকাল বুধবার কথা বলেছেন অভিষেক। সেখানেই নিজের মন্তব্য তুলে ধরেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে পুণেতে স্পিনবান্ধব পিচে ১১৩ রানে হেরেছে ভারত। শেষ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচও স্পিনবান্ধব হবে বলে জল্পনা চলছে। এ বিষয়ে অভিষেক বলেন, ‘চাইলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পিচ প্রস্তুত করতে পারতাম। কিন্তু আমরা তা করি না। এটা কিউরেটর করেন। আমাদের যে পিচ দেওয়া হোক না কেন, আমরা খেলি (সেটা পেসারদের জন্য উপযুক্ত পিচ হোক বা টার্নিং পিচ)।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেটার হিসেবে এবং দল হিসেবে আমাদের যা দেওয়া হয় তাতেই আমরা খেলি। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী পরিস্থিতি তৈরি করার চেষ্টা করি না।’ সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফর্মহীনতায় ভুগতে থাকা এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন সহকারী কোচ। অভিষেক বলেন, ‘আধুনিক সময়ের এই মহান খেলোয়াড়দের কোনো ভুল নেই। তাদের শুধু কিছু সময় এবং সমর্থন দেওয়া প্রয়োজন। যখন একজন শীর্ষ খেলোয়াড় কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, কখনও কখনও তাদের সময় দেওয়ার দরকার হয়। তাদের উপর বিশ্বাস দেখালে তারা নিশ্চিত ছন্দে ফিরে আসবে। তারা কঠোর পরিশ্রম করে।’ ভালো খেলতে পারছেন না শুভমান গিলও। যে কারণে ব্যাটিংয়েই ব্যর্থ হচ্ছে ভারত। ব্যাটারদের ফর্ম নিয়ে অভিষেক বলেন, ‘সবাই কঠোর পরিশ্রম করেছে। সবাই ভালো পারফর্ম করতে চায়। বিরাট কোহলি হোক বা রোহিত শর্মা বা শুভমান গিলের মতো তরুণ খেলোয়াড়। সকলেই চেষ্টা করছে।’