১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

প্রথম দিনে ১৪ উইকেটের পতন, ব্যাকফুটে ভারত

প্রতিদিনের ডেস্ক॥
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মান বাঁচানোর টেস্ট খেলতে নেমেছে ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্ট হেরেছে ভারত। যে কারণে হোয়াইটওয়াশ এড়াতে হলে তৃতীয় ও শেষ টেস্টে জিততেই হবে রোহিত শর্মার দলকে। পুনের মতো মুম্বাইয়েও স্পিনবান্ধব পিচ তৈরি করেছে ভারতীয়রা। এই টেস্টে স্পিনারদের দাপটে প্রথম দিনেই পড়েছে ১৪ উইকেট। নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ২৩৫৬ রানে। এরপর দিনের খেলা শেষ হওয়ার আগে ভারত ৮৬ রানে হারিয়ে ফেলেছে ৪ উইকেট। ১৪৯ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে রোহিতরা। উইকেটে আছেন শুভমান গিল (৩১) ও রিশাভ পান্ত (১)। প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ঘূর্ণিতে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দুই স্পিনারের তোপের মুখেও দুর্দান্ত দুটি ইনিংস খেলেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। ১৩৪ বলে ৭১ রান করেন ইয়ং। মাত্র ৪ চার ও ২ ছক্কায় ইনিংস সাজান। শেষ পর্যন্ত জাদেজারই শিকার হন নিউজিল্যান্ড ব্যাটার; তালুবন্দি হন রোহিতের। ১২৯ বলে ৮২ রান করেন মিচেল। কিউই ডানহাতি ব্যাটারকে তুলে নেন ওয়াশিংটন। ৩ চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকিয়ে রোহিতের হাতে ক্যাচ হন তিনি। এছাড়া ওয়াশিংটনের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ২৮ রান করেন ওপেনার টম লাথাম। বাকিদের কেউ আর ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি। ভারতের হয়ে দুই স্পিনার জাদেজা ও ওয়াশিংটন মিলে নেন ৯ উইকেট। জাদেজা ৬৫ রানে ৫ উইকেট শিকার করেন। টেস্টে ১৪তম বারের মতো ফাইফার পূর্ণ করেন বাঁহাতি স্পিনার। ওয়াশিংটন ৮১ রান খরচায় নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী স্টাইল থেকে বের হতে পারেননি রোহিত। ১৮ বলে ১৮ রান করে কিউই পেসার ম্যাট হেনরির বলে টম লাথামের হাতে ধরা পড়েন ভারতীয় অধিনায়ক। নিউজিল্যান্ড স্পিনার অ্যাজাজ প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৩০ রান করেন ওপেনার যসস্বি জয়সওয়াল। বিরাট কোহলি হয়েছেন রানআউটের শিকার (৬ বলে ৪)। প্রথম বলেই নাইট ওয়াচম্যান হিসেবে নামা মোহাম্মদ সিরাজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন অ্যাজাজ। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন অ্যাজাজ প্যাটেল। ১ উইকেট শিকার করেন ম্যাট হেনরি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়