১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মন ভেঙেছে মালাইকার

প্রতিদিনের ডেস্ক॥
আগে-পিছু না ভেবে টুক করে প্রকাশ্যে অর্জুন কাপুর বলে ফেললেন, আমি সিঙ্গেল! যে বিষয়টা এতদিন গোপনে গোপনে রেখেছিলেন মালাইকা ও অর্জুন, সেই বিষয়টাই একেবারে স্পষ্ট! অর্জুনের এমন কাণ্ডকে মোটেই ভালো চোখে দেখছেন না মালাইকা অরোরা। দীর্ঘদিন অর্জুনের সঙ্গে সম্পর্কে থাকার পর মন ভেঙেছে তার। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় দিলেন নতুন পোস্ট। নিন্দুকরা বলছেন, এই পোস্ট আসলে অর্জুনকে খোঁচা মারার জন্যই। ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। কখনো তাদের একসঙ্গে দেখা যায়, কখনো আবার আলাদা পথের পথিকের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। তাতেই বিচ্ছেদের জল্পনায় ঘৃতাহুতি পড়ে। তখন আবার প্রশ্ন ওঠে, সত্যিই কি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ব্রেকআপ হয়ে গেছে? সবার সামনেই যেন এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অর্জুন। অভিনেতা দাবি করলেন তিনি, সিঙ্গেল। বিষয়টি মেনে নিতে পারেননি মালাইকা। অর্জুনের এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই তিনি দিলেন খোঁচা। সম্প্রতি মালাইকা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন সে আত্মাকে ছুঁয়ে থাকতে পারে। নিন্দুকরা বলছেন,
মালাইকা এই লেখার মধ্যদিয়েই অর্জুনকে কটাক্ষ করেছেন। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়েছিল। তার চার বছর পর ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার
আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে
বিচ্ছেদ হয়। ২০১৬-তেই নাকি নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়