প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি বাজারে এসেছে হুয়াওয়ের অত্যাধুনিক ট্রাই-ফোল্ড ডিজাইনের স্মার্টফোন মেট এক্সটি। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে টেকসই হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইউটিউবার জ্যাক নেলসন তার
সম্প্রতি বাজারে এসেছে হুয়াওয়ের অত্যাধুনিক ট্রাই-ফোল্ড ডিজাইনের স্মার্টফোন মেট এক্সটি। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে টেকসই হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইউটিউবার জ্যাক নেলসন তার জনপ্রিয় চ্যানেল ‘জেরিরিগএভরিথিং’-এ উচ্চ মূল্যের ফোনটির টেকসই পরীক্ষা পরিচালনা করেছেন। এ পরীক্ষায় উঠে এসেছে ফোনটির বিভিন্ন সুবিধা ও অসুবিধা, যা ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খবর গিজমোচায়না।
জ্যাক নেলসনের মতে, মেট এক্সটি আনবক্সিং করলে এর অভিজাত প্যাকেজিং ব্যবহারকারীদের চমকে দেয়। তবে ফোনটি কতটা টেকসই তা পরীক্ষা করতে গেলে এর কিছু দুর্বলতা চোখে পড়ার কথা জানান জ্যাক।
মেট এক্সটির ডিসপ্লে প্লাস্টিকের তৈরি, যা সাধারণ গ্লাসের মতো কঠিন নয়। হার্ডনেস স্কেলে মাত্র লেভেল ৩-এ এ ডিসপ্লেতে গভীর স্ক্র্যাচ দেখা গেছে। অর্থাৎ আঙুলের নখ দিয়েও সহজেই স্ক্র্যাচ পড়তে পারে। ধারালো কিছু, যেমন ব্লেড দিয়ে, ডিসপ্লেতে সহজেই দাগ পড়ে যায়।