১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

প্রতিদিনের ডেস্ক॥
বিভিন্ন মহল থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে একটি কর্মসূচি থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া জানান তিনি।
বিভিন্ন মহলে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির বিষয় জানতে চাইলে ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। যেটা কোনো ইস্যুই নয় সে ইস্যু সামনে এনে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময় হলে জানাবো।
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দাবি জানিয়েছে সে বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সময় হলে জানাবো, জানতে পারবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়