গোলাপ মাহমুদ সৌরভ
ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে
করবো যারে বিয়ে,
মেহেদী হাতে আলতা পায়ে
সোনার মুকুট দিয়ে।
গায়ে জড়িয়ে লাল শাড়ি
খোঁপায় বেলি ফুল,
হাতে পড়িয়ে রঙিন চুরি
কানে সোনার দুল।
ঘোমটা পরে বধূ সেজে
থাকবে বসে লাজে,
বেনারসির আঁচল ডেকে
থাকবে বধূ সেজে।
পালকি চড়ে আসবে সে
আমার ছোট্ট ঘরে,
বর সেজে আসবো আমি
মাথায় টোপর পরে।