খুলনা প্রতিনিধি॥
জুলাই বিপ্লবের কারিগর বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন। এই প্লাটফর্মের প্রথমসারীতে থাকা অনেকেই পরবর্তীতে নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছেন। তাদের একজন মুহাম্মদ তারেক রহমান। আন্দোলনে প্রথম সারীতে থাকা এই সংগঠক এবার নিজের পরিচয় প্রকাশ করেছেন। তিনি ইসলামী ছাত্রশিবির আযম খান সরকারি কমার্স কলেজ শাখার সভাপতি। এক ফেসবুক পোস্টে তিনি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। কমার্স কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আনজুম সুলতানার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে তিনি দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পেছনে ছাত্র সংগঠন গুলোর ভুমিকা উল্লেখ্য করেন। তিনি তার পোস্টে লেখেন ‘ভবিষ্যতে ছাত্ররাজনীতিতে মত-দ্বিমত থাকবে, কিন্তু থাকবে না কোন হকিস্টিক কিংবা স্ট্যাম্প। কোনো গেস্টরুম, গণরুম থাকবে না। হল দখল হবে না। চব্বিশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্ররাজনীতি। কলেজে ভিন্নমতের কেউ কথা বললে অপর পক্ষের কেউ তেড়ে আসবে না। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। ক্যাম্পাসে থাকবে ছাত্রসংসদ ভিত্তিক ছাত্ররাজনীতি।