২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পোশাক নিয়ে আপত্তি

প্রতিদিনের ডেস্ক॥
২০১৮ সালে প্রকাশ পাওয়া ভাইরাল গান ‘দিলবার’ এ নেচে দর্শক মাতিয়েছিলেন নোরা ফাতেহি। তবে এই গানেই শুরুর দিকে নাচতে রাজি ছিলেন না তিনি। কারণ, নোরার প্রতি দৃষ্টি আকর্ষণ বাড়াতে তুলনামূলক চাপা ব্লাউজ পরতে বলা হয়েছিল; আর তাতেই ছিল আপত্তি। এক সাক্ষাৎকারে সম্প্রতি এই গোপন কথা ফাঁস করেন নোরা। তিনি জানান, এই গানে কাজ করার জন্য তিনি পারিশ্রমিকও নেননি। অবশ্য এর অন্য একটি কারণ ছিল। তবে পোশাকের মাপ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছিলেন নোরা। তিনি বলেন, আমাকে পোশাকটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। এটি খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারবো না। সে সময় কড়া জবার দিয়ে পরিচালককে নোরা বলেছিলেন, জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই সেই আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেয়ার চেষ্টা করবেন না। এরপর গানের শুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয়। এই ব্লাউজ পরে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন অভিনেত্রী। নোরা বলেন, ইচ্ছার বিরুদ্ধে এখন পর্যন্ত কিছু করিনি। সামনেও করতে চাই না। সেটা পোশাক হোক কিংবা কোনো দৃশ্য।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়