১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চৌগাছায় জামায়াতের উদ্যোগে দুস্থদের মাঝে ভ্যান-ছাগল ও নগদ অর্থ বিতরণ

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে অস্বচ্ছল, দুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ভ্যান, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের অস্থায়ী অফিসে এ সব বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল-মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও চৌগাছা-ঝিকরগাছা যশোর-২ আসনে জাতীয় নির্বাচনের জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যপক আরশাদুল আলম, যশোর জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদিন ও অধ্যাপক হাসানুজ্জামান।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতেরঅর্থ স¤পাদক মাস্টার ইমদাদুল হক, সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম, ধুলিয়ানী ইউনিয়ন জামায়াতের আমীর রোকনুজ্জামান, পাতিবিলা ইউনিয়ন জামায়াতের আমীরমাওলানা মিজানুর রহমান, স্বরুপদহ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কর প্রমুখ। অনুষ্ঠান শেষে বিনামূল্যে ১২ টি ছাগল, ৩ টি ভ্যান ও ১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯৫ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ১০ টি কওমি মাদ্রাসায় নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়