প্রতিদিনের ডেস্ক॥
ডোনাল্ড ট্রাম্প বিজয় পূর্ব বক্তব্যে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মেলানিয়ার বইয়ের প্রশংসা করে বলেন ‘এটি বর্তমানে দেশের সেরা বিক্রীত বইগুলোর একটি।’ স্মৃতিচারণমূলক ওই বইয়ে মেলানিয়া তার গর্ভপাত-সংক্রান্ত সমর্থন, নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাৎ এবং তাদের সন্তানের বিষয়ে কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন। তবে বইটিতে তিনি ব্যক্তিগত জীবনের অনেক কিছুই উল্লেখ করেননি। বক্তব্যে ট্রাম্প আরও জানান, জুলাই মাসে তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল, যেখানে একটি গুলি তার কানের পাশ দিয়ে যায়। তিনি বলেন, তার জীবন বাঁচানোর পেছনে হয়তো বিশেষ কোনও কারণ রয়েছে এবং এটি তিনি প্রচারণার অন্যতম মূল বার্তা হিসেবে ব্যবহৃত হয়।
সাধারণ মানুষের সমর্থনে উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পদটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তিনি প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবেন। তিনি তার সরকারের মূলনীতি হিসেবে ‘প্রতিশ্রুতি দেওয়া হলে, তা রক্ষা হবে’ নীতির ওপর জোর দিয়েছেন। এছাড়া তিনি ইলন মাস্কের প্রশংসা করে বলেন, তিনি রিপাবলিকান দলের ‘নতুন তারকা’। মাস্ককে তিনি ‘অসাধারণ’ একজন মানুষ বলে উল্লেখ করেন। ট্রাম্পের বক্তব্যের সময় তিনি আরও জানান, একবার তিনি মাস্ককে ৪০ মিনিট অপেক্ষা করিয়েছিলেন, কারণ তিনি তখন স্পেসএক্সের একটি ভিডিও দেখছিলেন। সূত্র : বিবিসি