আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার ও মঙ্গলবার সাতক্ষীরার কুচপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সদর থানা থেকে লুট করা একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, ম্যাগাজিন ও নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, লেফটেন্যান্ট সাকিব (৩৭ বীর) নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুচপুকুর এলাকায় ৪ নভেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাহাজাহান আলীর ছেলে অস্ত্রব্যবসায়ী মুকুল হোসেনকে আটক করে। তাঁর স্বীকারোক্তিমতে মঙ্গল ভোররাতে গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য একই এলাকায় নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।