প্রতিদিনের ডেস্ক:
বিচার বিভাগ সংস্কারে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার সারাহ কুক।বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেন সারাহ কুক। ৪৫ মিনিট চলে বৈঠক।পরে বের সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।