১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

উচ্ছ্বসিত মেহজাবীন

প্রতিদিনের ডেস্ক॥
আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৩ থেকে মিশরের কায়রো অপেরা হাউজে শুরু হচ্ছে এবারের আসর। চলবে ২২শে নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের সঙ্গে এবার অংশ নিচ্ছে বাংলাদেশও। উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিসিয়ালি চূড়ান্ত হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটির ইংরেজি নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। চরকি কো-প্রোডাকশন সিনেমা ‘প্রিয় মালতী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাঈদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। মেহজাবীন চৌধুরী বলেন, কাজের সময় তো ফেস্টিভ্যালের কথা মাথায় থাকে না। তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে। সিনেমায় আমি মালতী চরিত্রে অভিনয় করেছি। সেই সিনেমাটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে, আমি অনেক উচ্ছ্বসিত। অপেক্ষায় আছি সেই মাহেন্দ্রক্ষণের। আমি কাজটি করেছি মূলত ইউনিক প্লটের কারণে। এ ছাড়া সিনেমাটির টিমটা খুবই দারুণ। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখবে এজন্য ভালো লাগছে। তবে আমি সবচেয়ে খুশি হবো দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে পারলে। কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’ সিনেমার। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি শো। মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়