১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নতুন রূপে রুবেল

প্রতিদিনের ডেস্ক॥
নায়ক রুবেল অভিনীত অসংখ্য ছবি ব্যবসা সফলতা পেয়েছে। বিশেষ করে অ্যাকশননির্ভর ছবিগুলোতে তার পারফরমেন্স দর্শক মনে রেখেছেন এখনো। এবার এ নায়ক আসতে যাচ্ছেন নয়া রূপে। প্রথমবারের মতো সম্প্রতি তিনি অভিনয় করেছেন একটি ওয়েব সিরিজে। রায়হান রাফী পরিচালিত ‘ব্ল্যাকমানি’ সিরিজে তার দেখা মিলবে। মূলত চমক হিসেবে এ সিরিজে নায়ক রুবেলকে রাখা হয়েছে। এ নায়ক নিজেও কাজটি নিয়ে বেশ আশাবাদী। রুবেল বলেন, রায়হান রাফী মানে এখন অন্যরকম একটা ব্যাপার। কারণ পর পর তিনি সিনেমা নির্মাণে সফলতা পেয়েছেন। আমি ওয়েব দুনিয়ায় নতুন। এবার অন্যরকম এক রুবেলকেই দর্শক আবিষ্কার করতে পারবেন। তবে আমি যে কাজে ঢুকে যাই সেখানে নিয়মিত ডাক পাই। এবারো আশা করছি তাই হবে। খুব ভালো লেগেছে রাফী ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে। বঙ্গ প্রযোজিত ‘ব্ল্যাকমানি’র মূল শক্তি এর গল্প ও নির্মাণ। আশা করছি দর্শকদের মনে ধরবে। এদিকে রুবেলের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজও। তবে এগুলো পাকাপাকি হয়নি। ব্যাটে বলে মিললে তবেই করবেন বলে জানালেন এ তারকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়