১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বাগেরহাট আ. লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনের সময় হামলা ও মারপিটের ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) শ্রমিকদল নেতা শেখ শওকাত আলী বাদী হয়ে এ মামলায় করেন। এ মামলা প্রধান আসামী করা হয়েছে জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কার। এছাড়া মামলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪০ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এ মামলায় ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। উল্লেখ্য, জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০২২সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনের জন্য বাগেরহাট শহরের পুরাতন বাজার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সে সময় জয় বাংলা শ্লোগান দিয়ে সমাবেশে হামলা চালায় বাগেরহাট জেলা যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের হামলায়গুরুত্বর আহত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখমুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, জেলা বিএনপিরযুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেকসহ ৩৫ নেতা কর্মী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়