১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ভেঙে পড়েছেন সামান্থা

প্রতিদিনের ডেস্ক॥
সংসার ভেঙেছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। নতুন ঘর বাঁধছেন তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য। তবে এখনো পুরনো স্মৃতি ভুলতে পারেননি অভিনেত্রী। যার প্রমাণ মিললো বরুণ ধাওয়ানের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে। সম্প্রতি নিজেদের নতুন কাজের প্রচারে এক মঞ্চে হাজির হয়েছিলেন সামান্থা ও বরুণ। ‘সিটাডেল: হানি বানি’তে একসঙ্গে দেখা গেছে তাদের। সেই অনুষ্ঠানে পরিবারের কথা, মেয়ের জন্মের কথা বলতে শোনা যায় অভিনেতাকে। অভিনেতার কথা বলার সময় সামান্থার অভিব্যক্তি নজর কেড়েছে অনুরাগীদের। নেটিজেনদের দাবি তাকে দেখে মনে হচ্ছিলো গলা ছেড়ে কাঁদতে চাইছেন। মুহূর্তেই ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিও। যেখানে বরুণকে বলতে শোনা যায়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আমি আর নাতাশা নিজেদের পরিবার শুরু করার কথা ভাবছিলাম। আমার একটা ইচ্ছা ছিল যে নিজের একটা পরিবার হবে এবং সেভাবেই আমি বানির (বরুণের চরিত্র) সঙ্গে একাত্ম বোধ করি, কারণ পরিবারের সেই খিদেটা ছিল। যখন বরুণ পরিবার, স্ত্রী ও মেয়েকে নিয়ে কথা বলছিলেন, নেটিজেনরা লক্ষ্য করেন সামান্থাকে ‘দুঃখিত’ দেখাচ্ছিলো। কয়েক মুহূর্তের জন্য অভিনেত্রী নিজের ভাবনায় হারিয়েও ফের দর্শকের সামনে নিজেকে সামলে নেন, যা চোখ এড়ায়নি অনুরাগীদের। তার প্রতিক্রিয়া দেখে রীতিমতো মন ভেঙেছে দর্শকের। কমেন্ট বক্স ভরেছে সামান্থার জন্য।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়