২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চৌগাছায় পৌর জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা পৌর শাখার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেল চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য অধ্যাপক আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ। পৌর জামায়াতের নেতা অধ্যাপক রেজাউল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী ডা. জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতা চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আলা উদ্দীন, পৌর জামায়াতে নেতা কালিমুল্লাহ সিদ্দীক, মাওলানা ওসমান গনি প্রমুখ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়