২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন জাগপার

নিজস্ব প্রতিবেদক॥
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা যশোর জেলা শাখার পক্ষ থেকে খুলনা স্ট্যান্ড ফলপট্টি নূরে মদিনা দারুল উলুম নাছিরুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা, দোয়া ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র যশোর জেলা বিএনপি নেতা আলহাজ্ব মারুফুল ইসলাম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম লিটন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক,সহ সাধারণ সম্পাদক মিঠু খন্দকার,যশোর নগর২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ববি,জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু,জাগপা রেজোওয়ান বাবু,সোহানুর রহমান সোহেল, সুরুজ খান,রাজু মোল্লা,রিয়াজ হোসেন,মতিউর রহমান মতি প্রমুখ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জাগপা নেতা শুকুর আলী গাজী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত মাদ্রাসা ও এতিমখানার মাওলানা মুফতি মাহদী হাসান ও হাফেজ হুসাইন আহমাদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়