নিজস্ব প্রতিবেদক॥
যশোর আদালতে ১৩ লাখ ৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন সদর উপজেলার চুড়ামনকাটির ছাতিয়ানতলার ননীফল ইউনানী ঔষধালয়ের মালিক কবীর হোসেন খন্দকার। আসামিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের মোতালেব খানের ছেলে সাব্বির খান, শহিদুল ইসলামের ছেলে নেওয়াজ মোহাম্মদ অভি ও সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মিজানুর চাকলাদের ছেলে আকাশ চাকলাদার। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী আমির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।