প্রতিদিনের ডেস্ক:
সহজ এত সোজা?
না, তা এত সোজা নয়।
দেখেছি অনেক কিছুই, দেখিনি সহজ ছিল।
যেটুকু দেখেছি
সেটুকুতে অনেক কিছুই বোঝা হয়নি।
কিন্তু সহজ ছিল
দেখে বুঝে ধরে রাখার কথা ছিল, রাখেনি।
সহজ আর সহজ রইল না।
সহজের কাছে পরাজয় নিশ্চিত
জীবনের কিছু সময় ধরে রাখিনি।
এ সময় যে একদিন
খুব প্রয়োজন হবে ভাবিনি।
সহজ ছিল
সহজকে তখন সহজ ভাবে নিতে পারিনি।
এখন পাহাড় সামনে উঁকি মারছে।
অনেক কিছুই
ধরে রাখার কথা ছিল রাখেনি
না রেখে হেরেছি চিরকাল।
আলো দেখি কালো দেখি
দেখি মুখ ভার করা আকাশ
নির্মল প্রবাহিত বাতাস
দেখি নির্লোভ প্রভাত নিস্তব্ধ রাত পেরিয়ে।