১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সুযোগের সদ্ব্যবহার করলেন বর-কনে

প্রতিদিনের ডেস্ক॥
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সমর্থকরা বিক্ষোভ করতে চেয়েছিলেন। কিন্তু তাদের ঠেকাতে রোববার ইসলামাবাদে নিরাপত্তা-লকডাউন জারি করা হয়।রাজধানীসহ একাধিক স্থানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। রাস্তায় রাস্তায় দেখা গেছে সেনা টহল। এর মধ্যেই ইসলামাবাদের রাস্তায় বিয়ের একটি ফটোশুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিক্ষোভের কারণে শহর বন্ধ থাকায় বর-কনে আতঙ্কিত না হয়ে উলটো নিশ্চিন্তে ফটোশুট করছেন। জিও নিউজ জানিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা ইসলামাবাদের বাসিন্দা খোলা ও কাসিম। পিটিআইয়ের বিক্ষোভ দমাতে রাস্তার পাশে রাখা কন্টেইনারের সামনে ফটোশুট করে বিশেষ দিনটিকে স্মরণীয় করে রেখেছেন তারা। সব প্রতিকূলতা কাটিয়ে এই দম্পতি সুযোগের সদ্ব্যবহার করে মহাসড়কে রাখা কন্টেইনারগুলোর সঙ্গে বিয়ের ফটোশুট করেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উল্লেখ্য, কারাগারে থেকেই ২৪ নভেম্বর ‘চূড়ান্ত বিক্ষোভের’ ডাক দেন ইমরান খান। তার সেই লক্ষ্য বাস্তবায়নেই রাস্তায় নেমেছে সমর্থরা। ফলে সকাল থেকেই বিক্ষোভ দমাতে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেস্টহাউস, হোস্টেলে অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে পিটিআইয়ের সমর্থক-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়া ইসলামাবাদের দিকে যাওয়া পিটিআইয়ের বিভিন্ন কনভয় আটকে দেওয়া হয়েছে। ইমরান খানের ডাকা এই বিক্ষোভ রুখে দিতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়